ঠাকুরগাঁওয়ে “মানব সেবায় নিরন্তর পথচলা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে
শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ডেইলি সান পত্রিকার প্রতিনিধি মোঃ নুরে আলম শাহ,ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি নবীন হাসান, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি
নাহিদ রেজা প্রমুখ।
কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, সরকারের দেয়া কম্বল আমি শুধু দিচ্ছি। অনেকে মুখ ফুটে বলতে পারে না, তাদেরকে এ শীতে সামান্য উষ্ণতা দেওয়ার প্রচেষ্টা করছি মাত্র।
Leave a Reply