ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস উৎযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতাল প্রাঙ্গণে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আনিসুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য ছিল “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।
পরে সেখান থেকে একটি র্যালি বের হয় ও শহরের কলেজপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ, চিকিৎসক, ঔষধ কোম্পানির প্রতিনিধি, হাসপাতালের নার্স ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে শতাধিক নারী পুরুষের ডায়াবেটিক পরীক্ষা করা হয়। এর মধে ৪৫ জনের ডায়াবেটিক শনাক্ত হয় ও তাদের চিকিৎসার পরার্শ দেওয়া হয়।
Leave a Reply