1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘আইডিয়াল বইমেলা–২০২৫’ - Crime Report 24
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ সংগ্রহে গিয়ে মব সন্ত্রাসের শিকার সাংবাদিক! কালিয়াকৈরে ইতিহাস পরিবহনের পার্কিং স্থানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘আইডিয়াল বইমেলা–২০২৫’ ঈশ্বরদীতে মহিলা জামায়াত কর্মীদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত আমতলীতে গভীর রাতে বাসে আগুন, পুড়ে ছাই ঢাকা লকডাউনের সমর্থনে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আঃলীগসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত লকডাউনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জামায়াতের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ৬৭ কোটি টাকার মালামাল জব্দ আটক-৫৫৬জন// ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আজ

সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘আইডিয়াল বইমেলা–২০২৫’

  • প্রকাশকাল: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আইডিয়াল বইমেলা–২০২৫’।

বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমূল্য সরকার অমল কবি ও কথা শিল্পী, সরকার আব্দুল আলিম, কালিয়াকৈর প্রেসক্লাব সভাপতি, মাহবুব রহমান কালিয়াকৈরে প্রেসক্লাব এর নির্বাহী সদস্য, ইমারত হোসেন, সাংবাদিক দৈনিক যায়যায়দিন ও মডেল প্রেসক্লাব সভাপতি, সাগর আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক মডেল প্রেস ক্লাব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ অসংখ্য বইপ্রেমী দর্শনার্থী।

বইমেলার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তিন দিনব্যাপী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের বইমেলায় রয়েছে দেশি–বিদেশি প্রকাশনার প্রায় ত্রিশ হাজার বই, যার মধ্যে রয়েছে শিশু–কিশোর সাহিত্য, উপন্যাস, কবিতা, ধর্মীয়, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমণ, গল্প ও প্রবন্ধের বই।

মেলায় স্থাপন করা হয়েছে ছয়টি আকর্ষণীয় বইয়ের স্টল, যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্যের কালজয়ী সাহিত্যকর্মের নামে— অগ্নিবীণা বই ঘর, বনলতা সেন, বিষাদ সিন্ধু, নকশী কাঁথার মাঠ, সোনার তরী, সোনালী কাবিন

তিন দিনব্যাপী এই বইমেলা সকলের জন্য উন্মুক্ত, যাতে বইপ্রেমী সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন—বই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। আজকের প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ কিছুটা কমে গেলেও আমরা চাই, বইয়ের প্রতি তাদের আগ্রহ আবার ফিরিয়ে আনতে। তাই প্রতিবছরই আমরা এই বইমেলার আয়োজন করি, যাতে শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়ে তোলে। বই শুধু বিনোদনের উৎস নয়, এটি এক জাতির চিন্তা, সংস্কৃতি ও নৈতিকতার প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন—এই বইমেলার মাধ্যমে আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে একত্রিত করছি — জ্ঞানের আলো ও মানবতার বন্ধনে। ভবিষ্যতে এই বইমেলাকে আরও বৃহৎ আকারে ও বৈচিত্র্যময়ভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

প্রথম দিন থেকেই বইমেলায় বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিশু–কিশোররা তাদের অভিভাবকদের সঙ্গে এসে আগ্রহভরে গল্প, ছড়া ও রূপকথার বই কিনছে। বিশেষ করে শিশু সাহিত্য ও সায়েন্স ফিকশন বইয়ের স্টলে ছিল সর্বাধিক ভিড়।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, এই বইমেলা শুধু বই বিক্রির অনুষ্ঠান নয়; এটি জ্ঞানচর্চা, সংস্কৃতি ও পাঠাভ্যাসের উৎসব, যা নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ জাগিয়ে তুলছে এবং আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ