পাবনা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে মহিলা জামায়াতের কর্মীদের মারধর ও লাঞ্ছনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী’র মহিলা বিভাগ। শুক্রবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়ন জামায়াত অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা বিভাগের সেক্রেটারি মোছা. খালেদা রহমান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সকালে সলিমপুর ইউনিয়নের মানিকনগর মহলদারপাড়ায় জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে স্থানীয় আওয়ামী লীগের কর্মী শামিম মহলদার অতর্কিতভাবে মহিলা জামায়াতের কর্মীদের ওপর হামলা চালায়। এতে কর্মী সম্পাসহ কয়েকজন আহত হন এবং তাদের লাঞ্ছিত করা হয় বলেও দাবি করেন তিনি।
মোছা. খালেদা রহমান সন্ত্রাসী শামিম মহলদারকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার করতে গিয়েও এ ধরনের হামলার শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সম্পাসহ মহিলা জামায়াতের কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও সেখানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন।
Leave a Reply