ফ্যাসিস্ট সরকারের ঘোষিত লকডাউনের প্রতিবাদে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের বাসস্ট্যান্ড গোলচত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় তিন ঘণ্টা চলা এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Yaw:146.18172,Pitch:-3.711168716191932,Roll:3.1365337084866383
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ শামসুজ্জামান শাহ শামীম ও উপজেলা আমির মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনভিত্তিক লকডাউন কর্মসূচি ঘোষণা করে। এরই প্রতিবাদে জেলা জামায়াত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।
শেষে কর্মসূচিতে উপস্থিত সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে জেলা জামায়াতের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
Leave a Reply