1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
লাকসামে জমির বৈধ মালিকদের ভোগান্তি নিরসন ও নবাব ফয়জুন্নেছা ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবি - Crime Report 24
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের অনুদানের চেক বিতরণ জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে পানছড়িতে বিএনপি ও যুবদলের লিফলেট বিতরণ ও সাংগঠনিক সভা পাঁচবিবিতে টি-20 চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধন ত্রিশালে নামাজের জন্য উন্মুক্ত করা হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেপ্তার ০১ পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত প্রয়াতা পুষ্প রাণী বড়ুয়ার বাৎসরিক ক্রিয়া ও প্রয়াত জ্ঞাতিগনের পুণ্যস্মৃতি স্মরণে পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠিত বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মানব সভ্যতাকে আলোকিত করতে শ্রীমদভগবদগীতা শিক্ষা অনস্বীকার্য কালিয়াকৈরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

লাকসামে জমির বৈধ মালিকদের ভোগান্তি নিরসন ও নবাব ফয়জুন্নেছা ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবি

  • প্রকাশকাল: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও মৌজায় জমির মালিকদের সঙ্গে নবাব ফয়জুন্নেছা ওয়াকফ এস্টেট ঘিরে দ্বন্দ্ব ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। জমির বৈধ মালিকগণ একদিকে তাঁদের মালিকানা স্বীকৃতি ও ভোগদখলের সুযোগ দাবি করছেন, অন্যদিকে নবাব ফয়জুন্নেছার ওয়াকফ এস্টেটের সম্পত্তি রক্ষা ও নিরাপত্তার বিষয়েও সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয় একাধিক জমির মালিক জানান, তাঁরা দীর্ঘদিন ধরে পশ্চিমগাঁও মৌজার বিভিন্ন জমিতে ভোগদখল করে আসছেন। তাঁদের হাতে রয়েছে সাফ কবলা দলিল, আম-মোক্তারনামা, নামজারি ও খারিজ খতিয়ানসহ মালিকানার বৈধ কাগজপত্র। নিয়মিত খাজনা প্রদান করেও সাম্প্রতিক সময়ে তাঁরা নানা বাধার সম্মুখীন হচ্ছেন।
তাদের হাতে থাকা প্রমাণ পত্র গুলো মধ্যে উল্লেখযোগ্য:
সাবেক দাগ নং: ২২২৬, ২২২৬/২৪৩৯, ২২২৬/২৪২৩, ২২২৬/২৪৩৮
হাল (বি.এস) দাগ নং: ৫৯৮৪, ৫৯৮৯, ৫৯৯৮, ১০০৭৪, ১০০৭৫
আম-মোক্তারনামা (নং ১৫৬১৬/১৫৫৮, তারিখ ২০-১০-২০১০)
সাফ কবলা (নং ১৪৯০২, তারিখ ১৬-১০-২০১০)
আম-মোক্তারনামা (নং ২০৩৫, তারিখ ২২-০২-২০১১)
সাফ কবলা (নং ৫৭৭১/৫৭৫১, তারিখ ২৮-০৪-২০১১)
সাফ কবলা (নং ১২৩৭৫, তারিখ ০৩-১০-২০১১)
সাফ কবলা (নং ৮৬৭০/৮৫৩৮, তারিখ ১৮-০৬-২০১২)
আম-মোক্তারনামা (নং ১০০১১/৯৯৭৯, তারিখ ১৬-০৭-২০১২)
সাফ কবলা (নং ১০০১৩/৯৯৮১, তারিখ ১৬-০৭-২০১২)
সাফ কবলা (নং ১০০১২/৯৯৮০, তারিখ ১৬-০৭-২০১২)
সাফ কবলা (নং ৮৩০৫/৮৩৪৪, তারিখ ০৯-১২-২০১৪)
খারিজ খতিয়ান নম্বর: ৩৭৯৮, ৩৭৯৯, ৩৯১৮, ৪৩৭৬, ৫২৫৭ ইত্যাদি (২০১৩–২০১৬ সালের মধ্যে ইস্যুকৃত)
তাঁরা অভিযোগ করেন, কিছু কুচক্রী মহলের মিথ্যা, বানোয়াট, অসত্য তথ্য প্রদানের কারণে ২০২০ সালের সেপ্টেম্বরে ওয়াকফ প্রশাসন তাঁদের জমি ওয়াকফ সম্পত্তি দাবি করে নোটিশ পাঠায়। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষে ২০২০ সালের ৩ অক্টোবর ওয়াকফ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়, এই জমিগুলো ওয়াকফ সম্পত্তি নয় এবং নোটিশটি বাতিল করে।
তারপরও ওই কুচক্রী মহলটি, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করে আসছে। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর কৃষিকাজের জন্য আবুল কালাম বিপু সেচের মোটর স্থাপন করলে, চক্রান্তকারীদের উস্কানিতে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা বাধা দেন। এ নিয়ে জমির মালিকরা ২৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দাখিল করলেও এখনো কোনো সমাধান পাননি বলে তাদের অভিযোগ।
অন্যদিকে নবাব ফয়জুন্নেছার ওয়াকফ এস্টেটের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে তাঁদের সম্পত্তি রক্ষার দাবি ওঠে আসছে। ওয়াকফ এস্টেটের সঠিক রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দাবিও উঠে আসছে।
জমির মালিকরা বলছেন, তাঁদের বৈধ মালিকানার জমি নিয়ে অযৌক্তিক জটিলতা সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে ওয়াকফ এস্টেট সংশ্লিষ্টরা জোর দিচ্ছেন, যাতে এস্টেটের কোনো সম্পত্তি অবৈধভাবে দখল না হয়। ফলে একই সঙ্গে জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবি সমান্তরালভাবে সামনে এসেছে। জমির মালিকেরাও ওয়াকফ স্ট্রিট এর সম্পদ রক্ষা জন্য আন্তরিকতা প্রকাশ করছেন।
দুই পক্ষের এই সমস্যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। জমির মালিকরা তাঁদের দখলীয় জমিতে কৃষিকাজের সুযোগ চাইছেন। পাশাপাশি তাঁরা চান, নবাব ফয়জুন্নেছার ওয়াকফ এস্টেটের সম্পত্তিও সুরক্ষিত থাকুক।
এ বিষয়ে দ্রুত ও স্বচ্ছ সমাধান না হলে এলাকায় সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ