দিনাজপুরের বীরগঞ্জে মরহুম খোদা বক্সের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা দলুয়া স্কুল মাঠে মরহুম খোদা বক্সের জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুম খোদা বক্স বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার শাখার কর্ম পরিষদ সদস্য এবং দ্বীন প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ ছিলেন তিনি।বিভিন্ন এলাকা থেকে তার জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ করেন।
জানাযা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম,দিনাজপুর জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম,দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান,ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু.দেলাওয়ার হোসেন, রাজিবুর রহমান পলাশ সহ বিভিন্ন জেলা, উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply