“আলোর দিশারী জ্ঞানের দিশারী ছুঁয়েছে সবার হিয়া
আঁধার বিনাশী অবিনাশী তুমি বেগম রোকেয়া” এ স্লোগানের আলোকে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) সন্ধ্যায় আশ্রমপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে ঠাকুরগাঁও মহিলা সমিতির আয়োজনে রোকেয়া দিবস উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও মহিলা সমিতির সুভানেত্রী লিলি মনোয়ারা এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপি’র সহ -সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ , যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মামুন, জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, জেলা যুবদলের সভাপতি মাহেবুল্লাহ আবু নুর চৌধুরী, সাবেক কমিশনার শফিকুল এনাম পারভেজ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা, যুগ্ম সম্পাদিকা সাবানা সুলতানা মুক্তা, সহ সভাপতি নাজমা পারভিন এছাড়াও মহিলা সমিতির সদস্যা বিলকিস বানু , নাহিদা হক, কমিশনার আয়শা আক্তার পারুল সংরক্ষিত আসন (৪,৫ ও৬), রুবিনা আক্তারসহ উদ্যোক্তাদের মধ্যে ছিলেন, বিউটিশিয়ান লাভলী আক্তার, এনথিয়া করিম,কলেজ পাড়া মহিলা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদিকা পারুল বেগম,এছাড়াও অত্র সমিতির কাটিং মাষ্টার হিসেবে কাজ করে যাচ্ছেন মোছাঃ ডলি আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়াসমিন আরা পারভীন রোজি।
এসময় বক্তারা তাদের বক্তব্যে মহান মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে আলোচনা করেন।
সেই সাথে ঠাকুরগাঁওয়ের আরেকজন মহীয়সী নারী যিনি ঠাকুরগাঁও মহিলা সমিতি প্রতিষ্ঠা করে মহিলাদের স্বাবলম্বী হতে যিনি পথ তৈরি করে গেছেন তিনি হচ্ছেন প্রয়াত মির্জা রুহুল আমিনের সহধর্মিনী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা
মরহুমা ফাতেমা আমীন।প্রয়াত ফাতেমা আমিন মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য
১৯৭৯ সালে এই সমিতি প্রতিষ্ঠা করেন এবং সেদিন থেকে এর কার্যক্রম চলমান রয়েছে।
নারী উদ্যোক্তা এনথিয়া করিম,কলেজ পাড়া মহিলা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদিকা পারুল বেগম ও বিউটিশিয়ান লাভলী আক্তার বলেন, সমিতির মাধ্যমে আমরা নিজেরাই স্বাবলম্বী হতে পেরেছি এবং সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান পেলে সমিতির মাধ্যমে আরো ব্যাপক ভাবে মহিলাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ পেতো।
পরে নারী উদ্যোক্তারা নিজস্ব কাজের পণ্যগুলো প্রদর্শনী করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply