ঠাকুরগাঁওয়ে মাদরাসাপাড়া তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে মাদরাসাপাড়া তরুণ সংঘ ক্লাবের আয়োজনে সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে বাদ আছর হতে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।মাদরাসাপাড়া তরুণ সংঘ ক্লাবের সভাপতি অধ্যাপক শরিফুল আলম বেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, প্রধান মেহমান, সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান ত্ব-হা, প্যানাসিয়া ইনস্টিটিউট অফ ইংলিশ এর চেয়ারম্যান নাহিদ রানা (লেখক), বিশেষ মেহমান জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ প্রমুখ।
রাত ১০ টায় প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন,
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বলিষ্ঠ কণ্ঠস্বর, আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, কেন্দ্রীয় সদস্য মাজলিসুল মুফাসসিরীন,জাতীয় নির্বাহী কমিটি ও চ্যানেল ২৪, আর ,টিভি, ঢাকার ধর্মীয় আলোচক হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদী।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন,বিশিষ্ট আলেমে দীন উদীয়মান তরুণ মুফাসসিরে কোরআন মাওলানা এম ওমর ফারুক, রাজশাহী।
তাফসীরুল কোরআন মাহফিলে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি বৃন্দ ওলামা পরিষদের সভাপতি ও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ফজলে রাব্বী মোর্তাজাবিসহ মাহফিল এন্তেজিয়া কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।
এছাড়া তরুণ সংঘ ক্লাবের সদস্য ছাত্র সজীবের নেতৃত্বে ভলান্টিয়ার হিসেবে মাদরাসার ছাত্ররা দায়িত্ব পালন করে মাহফিলটিকে সাফল্যমন্ডিত করেন।
প্রধান অতিথিসহ বক্তারা তাদের বক্তব্যে ফ্যাসিস্ট সরকারের পতনের পর কোরআন ও হাদিসের আলোকে মুক্তভাবে বক্তব্য পেশ করতে পারছেন বলে ৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা সহ তাদের পরিবারকে পুনর্বাসন করার দাবি জানানো হয়।
Leave a Reply