ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে ৩ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল দশটায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সংলগ্ন বীর মুক্তিযোদ্ধার নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম,বীর মুক্তিযোদ্ধাদের টীম,পৌরসভা নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন,সিভিল সার্জন ডা.নুর নেওয়াজ আহমেদ,ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুবকর সিদ্দিক,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান,উদিচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম, বেসরকারি সংস্থা ইএসডিও এর টীম, জেলা শিক্ষা অফিস টীম,আনসার ভিডিপি দল,এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্যসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বীর শহীদের আত্মার মাগফেরাত করে দোয়া পরিচালনা করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোঃ খলিলুর রহমান।
পরে মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটি পালনে জেলা প্রশাসনের কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
“মুক্তিযুদ্ধের চেতনা,হবেনা তো নিঃশেষ
সাম্য – ন্যায় ও মানবিক মর্যাদায় ফিরে এসো বাংলাদেশ” এ স্লোগানের আঙ্গিকে কর্মসূচির প্রথম প্রহর ১২.০১ টায় মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে অপরাজেয় ৭১ এ আলোক প্রজ্জ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সকাল সাড়ে নয়টায় ভ্রাম্যমান প্রচারণা,মোটর শোভাযাত্রা ও জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশগ্রহণ। এর আগে উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগম ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু’র নেতৃত্বে নরেশ চৌহানে শহীদ মোহাম্মদ আলী স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বিকাল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর (বড় মাঠ) উদ্বোধনী পর্ব, বিকাল ৪টায় যুদ্ধ দিনের স্মৃতিচারণ সিরিজ চিত্রাঙ্কন ও বিজয়ের পংক্তি মালা।উদীচী শিল্পীগোষ্ঠীর নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও অন্যান্যের মধ্যে অংশ নেন আদিবাসী সংস্কৃতি গোষ্ঠী, শাহী বাউল গোষ্ঠী, শাপলা নাট্য গোষ্ঠী, কর্নেট সাংস্কৃতিক সংসদ ও লেখক পরিষদের সদস্যরা।
কর্মসূচির শেষ পর্যায় একক পরিবেশনায় সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী মীর ছানোয়ার হোসেন ছানু, গণসংগীত শিল্পী জ্যোতিষ চন্দ্র বর্মন এবং গীতিকার ও সংগীতশিল্পী এস আলী সোহেল ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি অমল টিক্কু ও উদীচী শিল্পীগোষ্ঠীর আহ্বায়ক রাফি।
Leave a Reply